Powered By Blogger

Wednesday, January 21, 2015

প্রেসবিজ্ঞপ্তি ২২শে জানুয়ারী ২০১৫ : ফ্রান্সের শার্লে হেবডো পত্রিকায় পূনরায় হযরত মুহাম্মদ (সাঃ), ইসলাম ও মুসলমানদের উপহাস করে কার্টুন ছাপানোর ঘটনা চরম উষ্কানীমূলক


প্রেসবিজ্ঞপ্তি ২২শে জানুয়ারী ২০১৫

ফ্রান্সের শার্লে হেবডো পত্রিকায় পূনরায় হযরত মুহাম্মদ (সাঃ), ইসলাম ও মুসলমানদের উপহাস করে কার্টুন ছাপানোর ঘটনা চরম উষ্কানীমূলক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত হযরত মওলানা শাহ আতাউল্লাহ এবং মহাসচিব মওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান নিন্মোক্ত যৌথ বিবৃতি দিয়েছেনঃ-

“ফ্রান্সের শার্লে হেবডো পত্রিকায় পূনরায় হযরত মুহাম্মদ (সাঃ), ইসলাম ও মুসলমানদের উপহাস করে কার্টুন ছাপানোর ঘটনা চরম উষ্কানীমূলক।  বাক স্বাধীণতার এই অপব্যাবহারের বিরুদ্ধে পোপ এবং ব্রিটিশ এমআই৬ এর বিদায়ী গোয়েন্দা প্রধাণের দায়িত্বশীল মন্তব্য কিছুটা হলেও আশাব্যাঞ্জক।

মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে একের পর এক আঘাত হেনে উষ্কানি দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।  মুসলমানদের জংগী সাজিয়ে খতম করার ফাঁদে কিছুতেই উত্তেজিত হয়ে পা দেয়া চলবে না।

যারাই যে ধর্মের ভেক ধরে এসব অপকর্ম করুক না কেন তাদের প্রকৃত পরিচয় হচ্ছে তারা নাস্তিক। পশ্চিমা নাস্তিক ও তাদের অনুসারীদের অশুভ ততপরতার বিরুদ্ধে ধর্মপ্রান মুসলমানদের তো বটেই, অন্যান্য ধর্মের নিষ্ঠাবান অনুসারীদেরও সংগে নিয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে

সুলতান মহিউদ্দীন, 
প্রচার সম্পাদক
মোবাইলঃ ০১৯১৬২২২২০৪

Office: 9630035