Powered By Blogger

Wednesday, June 19, 2013

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য “৫মে শাপলা চত্বরে কোন গুলি চালানো হয়নি বরং হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে শুয়ে ছিল, মাদ্রাসাগুলোতে কোন হতাহতের তালিকা নেই” মিথ্যাচারের তীব্র নিন্দা

Bangladesh Khelafat Andolon Press Release Dhaka 19 June 2013

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে মাওলানা আশরাফের চ্যালেঞ্জ
 শাপলা চত্বরের গণহত্যার তালিকা হেফাজতের কাছে রয়েছে - মাওলানা আহমাদুল্লাহ আশরাফ


আজ বুধবার জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য৫মে শাপলা চত্বরে কোন গুলি চালানো হয়নি বরং হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে শুয়ে ছিল, মাদ্রাসাগুলোতে কোন হতাহতের তালিকা নেইএসব মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, “চুরি আবার সিনাজুরিরাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে গণহত্যা করা হলো, আবার গণহত্যাকে মিথ্যা প্রমাণিত করার জন্য প্রধানমন্ত্রী অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন  
 
দেশের সচেতন মানুষ জালেম সরকারের কোন কথাকেই আর বিশ্বাস করবে না  দাম্ভীকতা কোন কোন মন্ত্রীদের লাগামহীন বক্তব্য মিথ্যাচার বন্ধ করা না হলে জাতীয় নির্বাচন আওয়ামী সরকারের ভরাডুবি নিশ্চিত


মাওলানা আশরাফ প্রধানমন্ত্রীর বক্তব্যের চ্যালেঞ্জ করে বলেন, গত ৫মে গণহত্যায় শত শহীদের তালিকা আমাদের কাছে রয়েছে তাছাড়া বিভিন্ন ভিডিও চিত্র মিডিয়ার নিকট প্রামাণ্য চিত্রে নিমর্ম গণহত্যা লাশ গুমের প্রমাণ রয়েছে সাহস থাকলে কোরআন পোড়ানো, শাপলা চত্বরের গণহত্যা তাণ্ডবের ভিডিও চিত্র প্রকাশ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করু


আজ বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির ভাষণে তিনি কথা বলেন এতে অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান, নায়েবে আমীর শায়খূল হাদীস মাওলানা সোলায়মান নোমানী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরু ইসলাম প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী মাওলানা আবু জাফর কাসেমী প্রমুখ


মাওলানা আশরাফ আরো বলেন, চার সিটি কর্পোরেশনের নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীদের পরাজয়ের মূল কারণ হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল (সা.)-এর সম্মান রক্ষা দাবিতে আন্দোলনরত নবী প্রেমিক তৌহিদী জনতা রাতের অন্ধকারে ইবাদতরত, ঘুমন্ত নিরপরাধ হেফাজত কর্মীদের উপর নির্বিচারে গুলি করে গণহত্যা করা  ৫মে হেফাজতের লোকেরা কোন তাণ্ডব চালায়নি।  সরকার বিনা দোষে দেশব্যাপী মিথ্যা মামলা দিয়ে আলেম-উলামাদের গ্রেফতার হয়রানী করে ঘর ছাড়া করছে নবী প্রেমিক তৌহিদী জনতা এ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করবে ইনশাল্লাহ।
সরকার দলীয় ক্যাডার আওয়ামী পুলিশরাই নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং কোরআন পোড়ানোর মত জঘন্য ঘটনা ঘটিয়ে হেফাজতের উপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়ে তাদের বিরদ্ধে মিথ্যা মামলার ত্রে তৈরি করেছে এদেশের জনগণ ইসলাম প্রিয় নবী প্রেমিকদের উপর নিষ্ঠুর আচরণ মেনে নিতে পারেনি আর নিষ্ঠুর বর্বরতার ইতিহাস জাতি কোন দিন ভুলবে না
 
 বার্তা প্রেরকঃ   সুলতান মহিউদ্দীন,  প্রচার সম্পাদক,   বাংলাদেশ খেলাফত আন্দোলন