বিসমিল্লাহীর
রাহমানীর রাহীম
ঢাকা, ২৫শে জানুয়ারী ২০১৫।
বরাবরঃ মোহতারেমা বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপার্সন, গুলশান, ঢাকা-১২১২
অপরিণতঃ বয়সে মজলুম আরাফাত রহমান (কোকো)এর
মৃত্যুতে শোক প্রকাশ এবং মাগফিরাত কামনা
মোহতারেমা, আসসালামু আলাইকুম।
পিতা বা মাতার জীবদ্দশায় সন্তানের মৃত্যুকে
পৃথিবীর সবচেয়ে ভারী বিষয়ের মধ্যে গন্য করা হয়। আপনার জীবদ্দশায় আপনার কনিষ্ঠ
সন্তান আরাফাত রহমান (কোকো)-এর আকস্মিক ইন্তেকাল স্বভাবতঃই আপনার জন্য বিশাল ভারী
ও শোকবহ। আমরা আপনার সাথে আন্তরীক ভাবে সহমর্মীতা প্রকাশ করছি।
আমরা তাঁর রূহের মাগফিরাতের জন্য হযরত নবী করীম
(সাঃ)এর শেখানো সুন্নাত তরিকায় ফাতেহা পাঠ ও দোয়া করেছি। আমরা তাঁর
স্ত্রী-সন্তানদের নিরাপত্তা ও কল্যাণের জন্যও দোয়া করি।
বিচার-বহির্ভুতভাবে বন্দী অবস্থায় তাঁর উপর যে
জুলুম হয়েছিল তার দায়ভার শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নয় বরং রাষ্ট্রেরও। তিনি বিখ্যাত পিতা-মাতার সন্তান বিধায় বিষয়টি
গুরুতর এমন নয়, বরং কোন অখ্যাত
মানুষও যাতে বিচার-বহির্ভুতভাবে বন্দী অবস্থায় মজলুম না হয় তার যথাযথ প্রচেষ্টা
চালানো প্রয়োজন।
মাআসসালাম।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে
শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, আমীরে শরীয়ত।
মুহাম্মদ জাফরুল্লাহ খান, মহা-সচীব।