Powered By Blogger

Friday, August 8, 2014

'ইত্তেহাদ মাআল ইখতেলাফ'

'ইত্তেহাদ মাআল ইখতেলাফ' 

কোন আমলের কারণে যেন ইসলামী উম্মার ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে সকলের প্রচেষ্টা থাকা উচিত। 

তাই আমাদের কামনা 'ইত্তেহাদ মাআল ইখতেলাফ' অন্তত এই মূলনীতির ভিত্তিতে ইমাম মেহদী আ. এর আগমন পর্যন্ত উম্মত সংগবদ্ধ থাকুক।

আই,এস,আই,এল-এর সামরিক শক্তি উম্মতের শক্তিতে পরিণত হওয়ার জন্য এটা জরুরী যে:-

তারা নিজেদের মছলক ভিন্ন মতাবলম্বী মুসলমানদের উপর জবরদস্তি চাপানোর চেষ্টা করবে না। 

নবী-রাসুল-অলী-দরবেশ-সুফী সহ মুসলমানদের মাযার ও কবরস্থানের ক্ষতি করবে না।

শিয়া মুসলমানদেরকে আক্রমণের লক্ষ্য বানাবে না এবং তাদের মসজিদ-মাদ্রাসা-মাযার এর ক্ষতি করবে না।

ভিন্ন মতাবলম্বী মুসলমান এবং ভিন্ন ধর্মাবলম্বী অধিবাসীরা যেন আমান নিরাপত্তা লাভ করে তা নিশ্চিত করবে।

আফগানিস্তানে অনেক মাযার আছে। আমীরুল মুমেনীন মোল্লাহ মোহাম্মদ ওমর এর অনুগতরা এবং শেখ ওসামা বিন লাদেন (রঃ)এর অনুগতরা ঐসব মাযার আক্রমণ করেননি। কারণ মাযারও "শেয়ারে ইসলাম" বা ইসলামের চিহ্ন।

আমীরুল মুমেনীন মোল্লাহ মোহাম্মদ ওমর আফগান জনগনের আনুগত্যের বায়াত গ্রহন করেছিলেন কান্দাহারে্র প্রধাণ মসজিদ সংলগ্ন খিরকা শরীফ মাযারে সংরক্ষিত হযরত নবী করীম (সাঃ) এর পবিত্র চাদর (জামা) সিন্দুক থেকে বের করে এনে তা ছুয়ে।

অনেকে বলেন, হযরত নবী করীম (সাঃ) ছাড়া আর কারো কবর বাঁধানো বা ঘরের ভিতর দেওয়া জায়েজ নয়। যদি জায়েজ না হত তাহলে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এবং ওমর ফারূক (রাঃ) তাঁদের নিজেদের কবর মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর ঘরের ভিতর নবী করীম (সাঃ) এর পাশে দিতে ওসিয়ত করতেন না।

যখন কাবা প্রাংগনে মুর্ত্তীপুজা হত তখনও হযরত নবী করীম (সাঃ) এবং সাহাবায়েকীরাম কাবাঘর জিয়ারত করতেন, কাবা প্রাংগনে এবাদত বন্দেগী করতেন।

নবী (সাঃ) কাবা ঘরে মুর্ত্তী আছে বলে কাবা ভেংগে দেয়ার কথা কখনো চিন্তাও করেন নি।

কাবাঘর সংলগ্ন যে অংশটাকে হাতিম বলা হয় ঐখানে হযরত ইসমাঈল (আঃ)এর হুজরা ছিল (হেজরে ইসমাঈল) এবং ঐখানেই হযরত মা হাজেরা (আঃ) এবং হযরত ইসমাঈল (আঃ)এর কবর। নবী করীম (সাঃ) বলেছেন, হাতিম কাবার অংশ। তাই কাবা তাওয়াফের সময় হাতিম সহ তাওয়াফ করতে হয়।

Unity Amidst Disagreements

'ইত্তেহাদ মাআল ইখতেলাফ' 

Unity amidst Disagreements

Every Muslim should strive hard and remain utmost vigilant so that none of their action can disintegrate the unity of Muslim Ummah.

It is therefore our earnest petition that all Muslims remain steadfastly united at least based on the principles of “Unity amidst Disagreements” till the advent of Imam Mahdi (PBUH). 

In order to transform ISIL military might into the overall power of the greater Muslim Ummah, it is essential that:

They will not try to coercively impose their own ideological viewpoints on other Muslims holding different viewpoints.

They will not harm, inflict any damage or demolish the holy shrines of Prophets, Messengers, great mystics, sages and saints.

They will neither target Shia Muslims for their military offensives nor inflict any damage on their Mosques, Holy Shrines and institutions of their religious education.

They will ensure safety and security of the Muslims of different ideological viewpoints as well as the natives of other religious adherents.

There are plenty of holy shrines and monuments of the great sages and saints in Afghanistan. The follower of the Commander of Faithful (Ameerul Mumineen) Mollah Mohammad Omar and Sheikh Osama Bin Laden (R.A.) did not attack those shrines and monuments. Because the holy Shrines and Monuments of the great sages and saints are also “Share-E-Islam” or important constituents of Islam.

The Commander of Faithful (Ameerul Mumineen) Mollah Mohammad Omar received commitment (Bayat) of allegiance from Afghan people by touching the holy Shoal of Hazrat Prophet Mohammad (PBUH) that was preserved in the Holy Khirka Sharif Shrine adjacent to the main mosque of Kandahar.

Many observe that the graveyard of none other than Holy Prophet Mohammad (PBUH) is permissible to be concretized or be situated within the house. If that was not permissible, then Hazrat Abu Bakar Siddique and Omar Farooque (MABPWT) would not have advised to burry themselves by the side of the Prophet Mohammad (PBUH) located within the house of Hazrat Ayesha Siddiqua (MABPWH).

During the era of idol worshipping in the courtyard of Holy Kabaa, the Holy Prophet (SAWS) and his great companions visited and paid homage to Holy Kabaa and prayed in the courtyard Holy Kabaa.

Even when there were Idols in and around the Holy Kabaa and polytheists were worshiping idols of various deities, the Holy Prophet (PBUH) never thought of attacking or demolishing the Holy Kabaa.

The portion adjacent to Holy Kabaa called Hatim was the site for Hazrat Ismael’s prayer (Hezer-E-Ismael) and the holy graveyards of both Hazrat Ismail and Hazrat Hazera (PBUT) are located in the same place. Hazrat Prophet Mohammad (PBUH) said that Hatim is part of Holy Kabaa. Therefore Hatim is included in the circumambulation (Tawaf) of Kabaa by the pilgrims.